বাড়ছে সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৫ অক্টোবর, ২০১৪ ১১:৫২:২৪

ঢাকা: দর সংশোধনের পর বুধবার দিনের প্রথম ঘণ্টায় দেশের উভয় পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছে। দিনের প্রথম ঘণ্টা্য় মূল্য সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেনও গত কয়েকদিনের মতো ধারাবাহিক রয়েছে।
সকাল সাড়ে ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৩৩৩ পয়েন্টে।
এ সময়ে লেনদেন হওয়া ২৬৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৬টির, কমেছে ৫৮টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ২৬৭ কোটি ৪৬ লাখ ৫৬ হাজার টাকা। আগের দিন এ সময়ে লেনদেন হয়েছিল ২৮৩ কোটি ৪৪ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক সকাল সাড়ে ১১টায় ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৯৭০ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ১৫২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ৫৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির। লেনদেন হয়েছে ১৩ কোটি ৮২ লাখ টাকা। আগের দিন এ সময়ে লেনদেন হয়েছিল ১৭ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/১৫অক্টোবর/জেএস)