logo ২১ মে ২০২৫
সূচকের ওঠানামা চলছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৩ অক্টোবর, ২০১৪ ১১:২২:৪৭
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার লেনদেনের শুরুতে মূল্যসূচকে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৩ পয়েন্ট কমে ৫ হাজার ৩১০ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট কমে এক হাজার ৯৯৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট কমে এক হাজার ২৩২ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯০টির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দাম। লেনদেন হয়েছে মোট ১৪৪ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- গোল্ডেন সন, ফ্যামিলিটেক্স, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো, ডেল্টা স্পিনিং, জেনারেশন নেক্সট, সিটি ব্যাংক, স্কয়ার ফার্মা, সামিট পাওয়ার ও মবিল যমুনা।


অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ০২ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ৬৪ পয়েন্ট কমে ৯ হাজার ৯৩১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৩৮ পয়েন্ট কমে ১৩ হাজার ২৯৮ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১২১ পয়েন্ট কমে ১৬ হাজার ৩১৯ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৩৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪১টির, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির দাম। লেনদেন হয় মোট ৯ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/১৩অক্টোবর/জেএস)