logo ২১ মে ২০২৫
বাড়ছে সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০২ অক্টোবর, ২০১৪ ১১:২৬:৫৫
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ঈদুল আযহার আগে সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবারও লেনদেনের শুরুতে মূল্যসূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা  লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই) একই চিত্র। প্রথম আধঘণ্টায় উভয় বাজার মিলে লেনদেনের পরিমাণ ১৫০ কোটি টাকা ছাড়িয়েছে।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৬১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২১৪ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে এক হাজার ৯৯৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৮ পয়েন্ট বেড়ে এক হাজার ২২২ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৯টির, কমেছে ২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির দাম।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- তিতাস গ্যাস, ডেল্টা লাইফ, পিএলএফএসএল, সিটি ব্যাংক, মবিল যমুনা, স্কয়ার ফার্মা, সামিট অ্যালায়েন্স পোর্ট, অ্যাক্টিভ ফাইন, ন্যাশনাল ব্যাংক ও বঙ্গজ লিমিটেড।


লেনদেন হয়েছে মোট ১৪৭ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ০১ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ৭১ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৭১৭ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট কমে ১৩ হাজার ১১৩ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১০০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭১টির, কমেছে ২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ০৬টির দাম।


লেনদেন হয় মোট ৫ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/২অক্টোবর/জেএস)