সূচকে ওঠানামা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ সেপ্টেম্বর, ২০১৪ ১১:৫৫:৩৭

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার লেনদেনের শুরুতে মূল্যসূচকে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (ডিএসই) একই চিত্র। এর আগে ডিএসই ও সিএসইতে টানা নয় কার্যদিবস সূচক বাড়ার পর চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দর সংশোধন হয়েছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক সামান্য বেড়ে এক হাজার ৯৫৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ পয়েন্ট কমে এক হাজার ১৯৪ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৫টির, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দাম। এ সময়ে লেনদেন হয়েছে মোট ১২৮ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- তিতাস গ্যাস, গ্রামীণফোন, যমুনা অয়েল, অলিম্পিক, ডেল্টা লাইফ, স্কয়ার ফার্মা, মবিল যমুনা, আইডিএলসি, বেক্সিমকো ফার্মা ও বেক্সিমকো ।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ০৩ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ১২ পয়েন্ট কমে ৯ হাজার ৪৬৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৮৩২ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫১টির, কমেছে ৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ৬টির দাম। লেনদেন হয় মোট ৫ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/জেএস)