logo ২২ মে ২০২৫
বাড়ছে সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৮ সেপ্টেম্বর, ২০১৪ ১১:৪০:০৭
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে টানা সূচক বাড়ার পর চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবারও লেনদেনে চাঙা মেজাজ লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (ডিএসই) একই চিত্র।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৬৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯০ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ২২ পয়েন্ট বেড়ে এক হাজার ৯৭১ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১২ পয়েন্ট বেড়ে এক হাজার ১৯৩ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৩টির, কমেছে ৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দাম। এ সময়ে লেনদেন হয়েছে মোট এক হাজার ২০৩ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- ডেল্টা লাইফ, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, গ্রামীণফোন, মবিল যমুনা, আইডিএলসি, ইউনাইটেড এয়ারওয়েজ, তিতাস গ্যাস, গোল্ডেন সন ও আরএসআরএম স্টিল।


অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ০১ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ১০৩ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৫৪৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ২৪৫ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৬৩১ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১১০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭২টির, কমেছে ২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টির দাম। লেনদেন হয় মোট ১২ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/জেএস)