ঢাকা: পুরো সপ্তাহ জুড়েই পুঁজিবাজার ছিল চ্যাঙ্গাভাব। লেনদেন বেড়েছে উল্লেখযোগ্য হারে। সপ্তাহের পাঁচ কার্যদিবসেই সূচক বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স প্রথমবারের মতো ৫ হাজার পয়েন্ট অতিক্রম করেছে। ডিএসইতে ব্রড ইনডেক্স সূচক বেড়েছে ৩ দশমিক ৩০ শতাংশ বা ১৬০ পয়েন্ট। আর টাকার পরিমানে লেনদেন বেড়েছে ৯ দশমিক ৩০ শতাংশ। আর শরিয়াহ সূচক সপ্তাহশেষে ২.৯৯ শতাংশ বা ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৮১ পয়েন্টে। আর ডিএসই-৩০ ইনডেক্স সপ্তাহশেষে ২.৬৫ শতাংশ বা ৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯৪৯ পয়েন্টে।
সপ্তাহের পাঁচ কার্যদিবসের মধ্যে প্রথম কার্যদিবস রবিবার ডিএসই’র ব্রড ইনডেক্স বেড়েছে ৪৭ পয়েন্ট, সোমবার বেড়েছে ১১ পয়েন্ট, মঙ্গলবার বেড়েছে ৪২ পয়েন্ট, বুধবার বেড়েছে ১২ পয়েন্ট ও বৃহস্পতিবার বেড়েছে ৪৭ পয়েন্ট।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৫ হাজার ২৬১ কোটি ৩০ লাখ ২০ হাজার ৯৭ টাকা। তার আগের সপ্তাহে লেনদেন হয়েছে ৪ হাজার ৫৯৮ কোটি ২৮ লাখ ৮৫ হাজার টাকা। এক সপ্তাহে ব্যবধানে লেনদেন বেড়েছে ৪২৭ কোটি ৮৪ লাখ ১৭ হাজার ৪৮ টাকা।
শেষ হওয়া সপ্তাহে ডিএসইতে মোট ৩১৪ টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১৯৪ টির দর কমেছে ১০৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ১০ টি কোম্পানির শেয়ার।
সপ্তাহ শেষে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক বেড়েছে ৩ দশমিক ৯৪ শতাংশ বা ৩৫৮ পয়েন্ট। আগের সপ্তাহ শেষে সিএসইর সাধারণ মূল্য সূচক বেড়েছে ৩ দশমিক ৬৮ শতাংশ বা ৩২২ পয়েন্ট।
সপ্তাহ শেষে সিএসইর সাধারণ মূল্য সূচক অবস্থান করছে ১২৩৮৫ পয়েন্টে। আগের সপ্তাহ শেষে সূচক অবস্থান করে ৯০৮০ পয়েন্টে। লেনদেন হয়েছে ৩৫৯ কোটি ৫৫ লাখ ৮০ হাজার ৭৬২ টাকা। তার আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২৮৫ কোটি ৪৬ লাখ ৮৮ হাজার ৯৬৪ টাকা।
সপ্তাহ জুড়ে সিএসইতে লেনদেন হওয়া ২৫৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৪টির, কমেছে ৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টি কোম্পানির শেয়ার দর।
(ঢাকাটাইমস/ ১২সেপ্টেম্বর/আরএম/এমএম)