logo ২২ মে ২০২৫
ফাইন ফুডকে এক লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
২৩ সেপ্টেম্বর, ২০১৪ ২০:১৮:৩৬
image


ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত ফাইন ফুডস লিমিটেড আর্থিক বিবরণীতে অসত্য তথ্য সরবরাহ করার মাধ্যমে  সিকিউরিটিজ আইন লঙ্ঘন করায় ১ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সাথে কোম্পানিটির আর্থিক প্রতিবেদনে অসঙ্গতি থাকায় পরবর্তী আর্থিক প্রতিবেদন সংশোধনের নির্দেশ দিয়েছে কমিশন।  বিএসইসির নিয়মিত কমিশন সভায় এ জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার কমিশনের নির্বাহী পরিচালক ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, কোম্পানিটি ৩০ জুন ২০১৩ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে অসত্য তথ্য উপস্থাপন করেছে। এতে কোম্পানিটি ব্যাসেল ২ ও ১২, কোম্পানি আইন ১৯৯৪ প্রভিশন পার্ট-১, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুল ১২(২) এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স ১৯৬৯ অনুযায়ী অসথ্য তথ্য প্রদান করেছে। উল্লেখিত সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে অসত্য তথ্য প্রদান করায় জরিমানার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

(ঢাকা টাইমস/ ২৩ সেপ্টেম্বর/আরএম/এমএম)