logo ২২ মে ২০২৫
হরতালে উর্ধ্বমুখী সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ সেপ্টেম্বর, ২০১৪ ১১:৪৩:২৩
image

ঢাকা: জামায়াতে ইসলামীর ডাকা হরতালেও সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে তেজিভাব লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৭৭ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া ডিএস-৩০ সূচক ৭ পয়েন্ট কমে এক হাজার ৮৯২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট কমে এক হাজার ১৪৫ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৮টির, কমেছে ৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দাম। এ সময়ে লেনদেন হয়েছে মোট ১৭৮ কোটি ৩০ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- বেক্সিমকো, লাফার্জ সুরমা, বেক্সিমকো ফার্মা, বিএসআরএম স্টিল, আরএকে সিরামিকস, পিএলএফএসএল, এসিআই, গোল্ডেন সন, মবিল যমুনা ও ওরিয়ন ফার্মা।


অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ০১ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ২৬ পয়েন্ট বেড়ে ৯ হাজার ১০৭ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া সিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১২ হাজার ১৪০ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১০৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬২টির, কমেছে ৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টির দাম। এ সময়ে লেনদেন হয় মোট ৯ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/জেএস)