logo ২২ মে ২০২৫
শাহজিবাজার কোম্পানিসহ ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
১৮ সেপ্টেম্বর, ২০১৪ ২০:৩২:৩১
image

ঢাকা : সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে শাহজিবাজার পাওয়ার কোম্পানিসহ চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনের তদন্ত প্রতিবেদন এনফোর্সমেন্টে  পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।


অন্য চার প্রতিষ্ঠান হলো- প্রাইম ফাইন্যান্স ইনভেস্টমেন্ট সিকিউরিটিজ, শার্প সিকিউরিটিজ, গ্যালাক্সি ক্যাপিটাল লিমিটেড ও মোনা ফাইন্যান্সিয়াল কনসালন্টেন্সি অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড।


বৃহস্পতিবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫২৭তম  কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।


জানা যায়, সাবসিডিয়ারি কোম্পানি পেট্রোমেক্স রিফাইনারি লিমিটেডের বাণিজ্যিক কার্যক্রম শুরুর তথ্য তালিকাভুক্তির পর সংবেদনশীল তথ্য হিসেবে প্রকাশ করা উচিৎ ছিল। শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড তা প্রকাশ করেনি। যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ) বিধিমালা, ১৯৯৫ এর বিধি ৩ এর উপ-বিধি (২) লঙ্ঘন।


প্রাইম ফাইন্যান্স ইনভেস্টমেন্ট সিকিউরিটিজের মাধ্যমে শাহজিবাজার পাওয়ার কোম্পানির শেয়ার সংখ্যা ১০ হাজার কম দেখানোর মাধ্যমে সিকিউরিটিজ আইন লঙ্ঘন করেছে। যা বিএসইসির ১৯৬৯ এর সেকশন-১৮, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ রুলস ১৯৮৭ এর রুল ৮ (১) (এ) ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০ (দ্বিতীয় তফসিল) এর আচরণবিধি লঙ্ঘন।


এছাড়া এক পরিচালককে শাহজিবাজার পাওয়ারের শেয়ার কিনতে মার্জিন ঋণ সুবিধা দিয়ে বিএসইসির ২০১০ সালের ২২ জুলাইয়ের জারি করা নির্দেশনা লঙ্ঘন করেছে শার্প সিকিউরিটিজ লিমিটেড।


অন্যদিকে গ্যালাক্সি ক্যাপিটাল লিমিটেড ও মোনা ফাইন্যান্সিয়াল কনসালন্টেন্সি অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড তাদের গ্রাহকদেরকে শাহজিবাজার পাওয়ারের শেয়ার কেনার ক্ষেত্রে সম স্ক্রিপ্ট নিটিং সুবিধা দেয়ায় বিএসইসির ২০০৫ সালের ১৩ ফেব্রুয়ারি জারি করা নির্দেশনা লঙ্ঘন করেছে। এজন্য এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে  ব্যবস্থা নেবে বিএসইসি।


(ঢাকা টাইমস/ ১৮ সেপ্টেম্বর/আরএম/এএসএ)