logo ২২ মে ২০২৫
বাড়ছে সূচক ও লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৮ সেপ্টেম্বর, ২০১৪ ১১:৪২:৪৫
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বাড়তে দেখা যাচ্ছে।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৩৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৬৫ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৩৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৯১২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৫ পয়েন্ট বেড়ে এক হাজার ১৫২ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৭টির, কমেছে ৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দাম। এ সময়ে লেনদেন হয় মোট ১৮৯ কোটি ০৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- বিএসআরএম স্টিল, মবিল যমুনা, বেক্সিমকো ফার্মা, অ্যাক্টিভ ফাইন, বেক্সিমকো, গ্রামীণফোন, ওরিয়ন ফার্মা, গোল্ডেন সন, এসিআই ও সিঙ্গার বিডি।


অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় সিএসইর সিএসসিএক্স সূচক ৯০ পয়েন্ট বেড়ে ৯ হাজার ২৪ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া সিএসই-৩০ সূচক ১০৬ পয়েন্ট বেড়ে ১২ হাজার ১০৮ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১০২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬১টির, কমেছে ২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির দাম। এ সময়ে লেনদেন হয় মোট ১২ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/জেএস)