logo ২২ মে ২০২৫
ইফাদ অটোস আইপিও অনুমোদন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৮ সেপ্টেম্বর, ২০১৪ ২১:০৯:২৯
image

ঢাকা: প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) মাধ্যমে শেয়ার বাজার থেকে অর্থ উত্তোলনের জন্য ইফাদ অটোস লিমিটেডকে অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (বিএসইসি)।


বৃহস্পতিবার কমিশনের ৫২৭তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়। কমিশনের নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইফাদ অটোস বাজারে ২ কোটি ১২ লাখ ৫০ হাজার শেয়ার ছাড়বে। এ শেয়ার বিক্রি করে কোম্পানিটি মোট ৬৩ কোটি ৭৫ লাখ টাকা উত্তোলন করবে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ২০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের নির্দেশক মূল্য (ইস্যু প্রাইস) ধরা হয়েছে ৩০ টাকা।


আইপিওর মাধ্যমে উত্তোলিথ অর্থ দিয়ে কোম্পানির ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ বাবদ ব্যয় করা হবে।


৩০ জুন, ২০১৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত হিসাব অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ১৬ পয়সা ও পুনঃমূল্যায়নসহ শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪৪ টাকা ১২ পয়সা।


কোম্পানিটির ইস্য ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বেনকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।


(ঢাকা টাইমস/ ১৮ সেপ্টেম্বর/ আরএম/এএসএ)