উর্ধ্বমুখী শেয়ার দর
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ সেপ্টেম্বর, ২০১৪ ১২:১৫:৩২

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার শুরুতে লেনদেন হওয়া অধিকাংশ শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মূল্য বাড়তে দেখা যাচ্ছে। একই সঙ্গে বাড়ছে সূচক। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৪১ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া ডিএস-৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৩২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১০ পয়েন্ট বেড়ে এক হাজার ১২১ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৫টির, কমেছে ৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির দাম। লেনদেন হয় মোট ৭৮ কোটি ০৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- মবিল যমুনা, এসিআই ফর্মুলেশনস, বেক্সিমকো ফার্মা, লাফার্জ সুরমা, এসিআই, বিএসআরএম স্টিল, বেক্সিমকো লিমিটেড, ইডিএলসি, সুহৃদ ইন্ডাস্ট্রিজ ও রংপুর ডেইরি ফুড।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১ টা ০৩ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ৩২ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৮৩৩ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া সিএসই-৩০ সূচক ৪৯ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৮২০ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫৭টির, কমেছে ২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির দাম। লেনদেন হয় মোট ০৫ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/জেএস)