বাড়ছে সূচক এবং লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৫ সেপ্টেম্বর, ২০১৪ ১২:৩২:২৭

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার চাঙা মেজাজে লেনদেন চলছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা পৌনে ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৪১ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া ডিএস-৩০ সূচক ১৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৩২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৭ পয়েন্ট বেড়ে এক হাজার ১১৯ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৮টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দাম। এ সময়ে লেনদেন হয় মোট ২৬৮ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- পদ্মা অয়েল, গ্রামীণফোন, মবিল যমুনা, বিএসআরএম স্টিল, বেক্সিমকো ফার্মা, আইডিএলসি, লাফার্জ সুরমা, ডেল্টা লাইফ, বেক্সিমকো ও এসিআই লিমিটেড।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ৪৭ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ৪৬ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৮৫৫ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া সিএসই-৩০ সূচক ১১৩ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৮৯১ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৬৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬০টির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির দাম। এ সময়ে লেনদেন হয় মোট ১৩ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/জেএস)