logo ২২ মে ২০২৫
ডিএসই এবং সিএসইতে লেনদেন বেড়েছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ সেপ্টেম্বর, ২০১৪ ১৫:৪৫:৩৫
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার মূল্যসূচকের সঙ্গে লেনদেনের পরিমাণ বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র। 


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৬৩ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া ডিএস-৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৭৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট বেড়ে এক হাজার ৯৫ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৩টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দাম। লেনদেন হয় মোট ৬৩৬ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- রেনেটা, লাফার্জ সুরমা, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, এসিআই ফর্মুলেশন, মবিল যমুনা, সিঙ্গার বাংলাদেশ (বিডি), সিভিও পেট্রোকেমিক্যাল, বেক্সিমকো, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস ও এসিআই লিমিটেড।


অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ৩০ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭৪৬ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া সিএসই-৩০ সূচক ৩১ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৫৭৪ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২২৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৮৮টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দাম। লেনদেন হয় মোট ৫৯ কোটি ০৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/১০সেপ্টেম্বর/জেএস)