logo ২৩ মে ২০২৫
ডিএসই ও সিএসইতে লেনদেনের পরিমাণ কমে গেছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৭ সেপ্টেম্বর, ২০১৪ ১৬:৫৫:০৪
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার লেনদেনের মূল্যসূচকে সামান্য ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেলেও লেনদেনের পরিমাণ কমে গেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র বিরাজ করছে।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক সামান্য কমে ৪ হাজার ৬৪১ পয়েন্টে এসে দাঁড়ায়। এছাড়া ডিএস-৩০ সূচক ১০ পয়েন্ট কমে ১ হাজার ৭৪৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৮ পয়েন্ট কমে এক হাজার ৮০ পয়েন্টে স্থির হয়।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- বিএসআরএম স্টিল, এসিআই, এসিআই ফর্মুলেশন, মবিল যমুনা, রেনেটা, বিএসসিসিএল, সায়হাম কটন, সিভিও পেট্রোকেমিক্যাল, লাফার্জ সুরমা ও ফু-ওয়াং সিরামিক।

লেনদেন হয় মোট ৫১৯ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ৬০২ কোটি ২৮ লাখ টাকা।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৬১ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৬৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৪ পয়েন্ট হয়।

বেলা ১১টা ৩৫ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৬৬ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া ডিএস-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৬৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৯৪ পয়েন্টে স্থির হয়।


দুপুর ১টা ০৫ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৪৬ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৫ পয়েন্ট কমে এক হাজার ৭৫২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ পয়েন্ট কমে এক হাজার ৮৬ পয়েন্টে স্থির হয়।


অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ১৭ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭৪২ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া সিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট কমে ১১ হাজার ৪৯১ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২২৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১০৫টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির দাম।

লেনদেন হয় মোট ৪০ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ৪৪ কোটি ১৭ লাখ।


(ঢাকাটাইমস/৭সেপ্টেম্বর/টিএ/এমএটি)