logo ২৩ মে ২০২৫
বাড়ছে সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৭ সেপ্টেম্বর, ২০১৪ ১১:৫৩:১৩
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার লেনদেনে মূল্যসূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্ট0ক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র। 


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ৩৫ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৬৬ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া ডিএস-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৬৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৯৪ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭১টির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির দাম।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- বিএসআরএম স্টিল, এসিআই, এসিআই ফর্মুলেশন, মবিল যমুনা, রেনেটা, বিএসসিসিএল, সায়হাম কটন, সিভিও পেট্রোকেমিক্যাল, লাফার্জ সুরমা ও ফু-ওয়াং সিরামিক।


এ সময় লেনদেন হয় মোট ১৪৭ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ৩৭ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ৪৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭৬৮ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া সিএসই-৩০ সূচক ৬১ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৫৬১ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৯২টির, কমেছে ৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির দাম।


লেনদেন হয় মোট ১৩ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/৭সেপ্টেম্বর/জেএস)