বাড়ছে সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৩ সেপ্টেম্বর, ২০১৪ ১১:৩৫:০৪

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবারও মূল্যসূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ১০ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৪৮ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া ডিএস-৩০ সূচক ২০ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৬৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১১ পয়েন্ট বেড়ে এক হাজার ৯৫ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৯টির, কমেছে ৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দাম। এ সময় লেনদেন হয় মোট ১০৯ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, লাফার্জ সুরমা, ইউনাইটেড এয়ারওয়েজ, রংপুর ডেইরি ফুড, বেঙ্গল উইন্ডসোর, অগ্নি সিস্টেমস, এইমস ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, গ্রামীণফোন ও মবিল যমুনা।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ১১ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ৫৬ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭৩১ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া সিএসই-৩০ সূচক ৯৫ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৫৯৩ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১১৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৮০টির, কমেছে ২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির দাম। এ সময় লেনদেন হয় মোট ৬ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/৩সেপ্টেম্বর/জেএস)