বেড়েছে সূচক ও লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০১ সেপ্টেম্বর, ২০১৪ ১৫:৪৩:৫৫

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার মূল্যসূচকের সঙ্গে লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৫৪ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া ডিএস-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে এক হাজার ৭২২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৪ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৯টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির দাম। লেনদেন হয় মোট ৫০১ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- তুং হাই, গ্রামীণফোন, মবিল যমুনা, সামিট পাওয়ার, বেক্সিমকো, ফার ইস্ট নিটিং, ইউনাইটেড এয়ারওয়েজ, বেক্সিমকো ফার্মা, বিএসআরএম ও কেপিপিএল।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ২৬ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬১০ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া সিএসই-৩০ সূচক ৬২ পয়েন্ট কমে ১১ হাজার ৩৫৭ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২০৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭৫টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দাম। লেনদেন হয় মোট ৩৯ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/১সেপ্টেম্বর/জেএস)