বাড়ছে সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩১ আগস্ট, ২০১৪ ১১:৩৫:৩৭

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার লেনদেনের শুরুতে মূল্যসূচকে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমতে দেখা যাচ্ছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৮৮ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া ডিএস-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৭২৯ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৭ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৪টির, কমেছে ৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির দাম। এ সময় লেনদেন হয় মোট ৬০ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- গোল্ডেন সন, বিডি বিল্ডিং, বেক্সিমকো, ফার কেমিক্যাল, মোজাফ্ফর হোসাইন স্পিনিং মিল, বেক্সিমকো ফার্মা, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ, মবিল যমুনা, বিএসসি ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় সিএসইর সিএসসিএক্স সূচক সামান্য কমে ৮ হাজার ৬৫৭ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া সিএসই-৩০ সূচক ২৩ পয়েন্ট কমে ১১ হাজার ৬২৬ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৮২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪২টির, কমেছে ২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির দাম। এ সময় লেনদেন হয় মোট ৩ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/৩১আগস্ট/জেএস)