logo ২৪ মে ২০২৫
শুরুতে বাড়ছে সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৬ আগস্ট, ২০১৪ ১১:৩৮:১৩
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবারও লেনদেনের শুরুতে সূচক বাড়তে দেখা যাচ্ছে।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬০৯ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া ডিএস-৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৪৪ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৯ পয়েন্ট বেড়ে এক হাজার ৭২ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৩টির, কমেছে ১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির দাম।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- বিএসআরএম স্টিল, বেক্সিমকো ফার্মা, মবিল যমুনা, বেক্সিমকো, ইস্টার্ন হাউজিং, লাফার্জ সুরমা, ইউনাইটেড এয়ারওয়েজ, সামিট পাওয়ার, কেপিপিএল ও অগ্নি সিস্টেমস।


এ সময় লেনদেন হয় মোট ১০৫ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ০৩ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ৫৭ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬৭১ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া সিএসই-৩০ সূচক ৬৫ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৬৬০ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১০০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬৯টির, কমেছে ১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির দাম।


এ সময় লেনদেন হয় মোট ৭ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/২৬আগস্ট/জেএস)