logo ২৪ মে ২০২৫
শেষ কার্যদিবসে বাড়ছে সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ আগস্ট, ২০১৪ ১১:৫৬:২৭
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেনের শুরুতে মূল্যসূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৬৬ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে এক হাজার ৭২৯ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৭ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৮টির, কমেছে ৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দাম।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- মবিল যমুনা, কেপিপিএল, বেক্সিমকো, এসিআই, বিএসসি, বিএসসিসিএল, লংকাবাংলা ফিন্যান্স, লাফার্জ সুরমা, আইডিএলসি ও আমরা টেকনোলজি।


এ সময় লেনদেন হয় মোট ৭০ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় সিএসইর সিএসসিএক্স সূচক ১৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫৬৬ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া সিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৪৯৪ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৮২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৬টির, কমেছে ২১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির দাম।


এ সময় লেনদেন হয় মোট ৫ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/২১আগস্ট/জেএস)