লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে কমলনগরে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ডাকাত মাইন উদ্দিন প্রকাশ মাইন্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার করুনা নগর এলাকার চকবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি চরকাদিরা এলাকার সুলতান আহমদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মাইন উদ্দিনের বিরুদ্ধে অস্ত্র আইনে ২০১০ সালে চাটখিল থানায় একটি মামলা হয়। ওই মামলায় তার ১০ বছরের সাজা দেয় আদালত। এ ছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও খুনের মামলার গ্রেপ্তারি রয়েছে।
কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
মাইন উদ্দিন প্রকাশ মাইন্না আন্ত:জেলা ডাকাত দলের সদস্য। সে একাধিক ডাকাতি ও খুনের মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।
(ঢাকাটাইমস/ ১৩আগস্ট/ প্রতিনিধি/ জেডএ.)