logo ২৪ মে ২০২৫
৩০ মিনিটে ডিএসইতে লেনদেন শত কোটি ছাড়ালো
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ আগস্ট, ২০১৪ ১১:৪৫:০৬
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার লেনদেনের শুরুতে মূল্যসূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। একই সঙ্গে লেনদেনেও বেশ গতি রয়েছে।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৩৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ২৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৭৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৪৩ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬২টির, কমেছে ২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির দাম। বেলা ১১টা ৫ মিনিটে লেনদেন হয় মোট ১৫০ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- এমজেএল বাংলাদেশ, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, অ্যাক্টিভ ফাইন, শাহজিবাজার পাওয়ার, বেক্সিমকো, হা-ওয়েল টেক্সটাইল, এসিআই ফার কেমিক্যাল ও আর্গন ডেনিমস।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ০৩ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ৭৭ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫৭০ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১৩১ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৪৩৪ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১০২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭০টির, কমেছে ২২টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির দাম।


লেনদেন হয় মোট ৮ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/১০আগস্ট/জেএস)