logo ২৪ মে ২০২৫
বাড়ছে সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৪ আগস্ট, ২০১৪ ১১:৫০:১৩
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার লেনদেনের শুরুতে সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৪৫ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৪৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৯ পয়েন্ট বেড়ে এক হাজার ১৭ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৭টির, কমেছে ৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির দাম। এ সময়ে লেনদেন হয় মোট ৮২ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- এসিআই, লাফার্জ সুরমা, শাহজিবাজার পাওয়ার, পেনিনসুলা, আর্গন ডেনিমস, গ্রামীণফোন, যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, ফার কেমিক্যাল ও বেক্সিমকো ।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ০৩ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ২৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৩৯৫ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৬১ পয়েন্ট বেড়ে ১১ হাজার ২০৯ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৭৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩৭টির, কমেছে ২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির দাম। লেনদেন হয় মোট ৫ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/৪আগস্ট/জেএস)