logo ২৪ মে ২০২৫
শেষ কার্যদিবসে বেড়েছে সূচক ও লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ জুলাই, ২০১৪ ১৫:২৮:৪৭
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার মূল্যসূচকের সঙ্গে লেনদেনের পরিমাণও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪২৭ পয়েন্টে উন্নীত হয়। এছাড়া ডিএস-৩০ সূচক ২৪ পয়েন্ট বেড়ে এক হাজার ৬২৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১১ পয়েন্ট বেড়ে এক হাজার ৪ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯৯টির, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দাম।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- গ্রামীণফোন, বেক্সিমকো, শাহজিবাজার পাওয়ার, লাফার্জ সুরমা, ফার কেমিক্যাল, স্কয়ার ফার্মা, প্রিমিয়ার ব্যাংক, পদ্মা অয়েল, গোল্ডেন সন ও জেনারেশন নেক্সট ফ্যাশন্স।


লেনদেন হয় মোট ৩৩৯ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সিএসইর সিএসসিএক্স সূচক ৬৮ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৩৮৯ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১৩২ পয়েন্ট বেড়ে ১১ হাজার ১৯৯ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২০৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১০০টির, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দাম।


লেনদেন হয় মোট ৩৭ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/২৪জুলাই/জেএস)