logo ২৪ মে ২০২৫
৩শ কোটি ছাড়িয়েছে ডিএসসির লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ জুলাই, ২০১৪ ১৫:০৪:৪৩
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ৩০০ কোটি টাকার উপরে লেনদেন হয়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেন হওয়া অধিকাংশ শেয়ারের দর ও মূল্যসূচক।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৯৪ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে এক হাজার ৬০৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৭ পয়েন্ট বেড়ে ৯৯১ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৪টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দাম।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- বেক্সিমকো, শাহজিবাজার পাওয়ার, পেনিনসুলা, স্কয়ার ফার্মা, বিএসসি, ফার কেমিক্যাল, ওরিয়ন ফার্মা, এনভয় টেক্সটাইল, বেক্সিমকো ফার্মা ও ইস্টার্ন হাউজিং।


লেনদেন হয় মোট ৩০৯ কোটি ২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ৫৬ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৩৪৮ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১২৮ পয়েন্ট বেড়ে ১১ হাজার ১৯৬ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২০৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১০২টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দাম।


লেনদেন হয় মোট ২৪ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/২১জুলাই/জেএস)