logo ২৪ মে ২০২৫
শুরুতেই উর্ধ্বমুখী
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ জুলাই, ২০১৪ ১১:২৩:৪৭
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার লেনদেনের শুরুতে মূল্যসূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৯১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৫৯৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট বেড়ে ৯৮৬ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১১টির, কমেছে ৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির দাম।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- বেক্সিমকো, শাহজিবাজার পাওয়ার, পেনিনসুলা, স্কয়ার ফার্মা, বিএসসি, ফার কেমিক্যাল, ওরিয়ন ফার্মা, এনভয় টেক্সটাইল, বেক্সিমকো ফার্মা ও ইস্টার্ন হাউজিং।


এ সময় লেনদেন হয় মোট ৫০ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ০৩ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ১৪ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৩০৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৫২ পয়েন্ট বেড়ে ১১ হাজার ১২১ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৬১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩১টির, কমেছে ১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির দাম।


লেনদেন হয় মোট ৪ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট ।


(ঢাকাটাইমস/২১জুলাই/জেএস)