logo ২৫ মে ২০২৫
শুরুতেই পতন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২০ জুলাই, ২০১৪ ১১:৩২:৫৩
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার লেনদেনের শুরুতে মূল্যসূচকে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৯ পয়েন্ট কমে ৪ হাজার ৩৬২ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১৩ পয়েন্ট কমে এক হাজার ৫৮৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১২ পয়েন্ট কমে ৯৮৬ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৬টির, কমেছে ৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির দাম।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- স্কয়ার ফার্মা, বেক্সিমকো, শাহজিবাজার, পেনিনসুলা, ফার কেমিক্যাল, বিএসসি, লাফার্জ সুরমা, গ্রামীণফোন, ইউসিবিএল ও বেক্সিমকো ফার্মা।


এ সময়ে লেনদেন হয় মোট ৪৪ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ০১ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ৫৬ পয়েন্ট কমে ৮ হাজার ২৭০ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১৯০ পয়েন্ট কমে ১১ হাজার ৬৬ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৫৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২১টির, কমেছে ২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টির দাম।


লেনদেন হয় মোট ৪ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/২০জুলাই/জেএস)