logo ২৫ মে ২০২৫
ডিএসইতে বছরের সর্বনিম্ন লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৩ জুলাই, ২০১৪ ১৫:১৪:৩৪
image

ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবসে উভয় শেয়ার বাজারে সূচকের পতনের মধ্য দিয়ে শেষ হয় লেনদেন। মূল্যসূচকের সঙ্গে লেনদেনের পরিমাণও কমেছে। এদিন ডিএসইতে দেড়শ কোটি টাকার নিচে লেনদেন হয়েছে। যা চলতি বছরের সর্বনিম্ন লেনদেন।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৮ পয়েন্ট কমে ৪ হাজার ৩৪৪ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএস-৩০ সূচক ৯ পয়েন্ট কমে এক হাজার ৫৯৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৬ পয়েন্ট কমে ৯৯০ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৩টির, কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির দাম।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- লাফার্জ সুরমা, বেক্সিমকো, ফার কেমিক্যাল, ব্র্যাক ব্যাংক, অলিম্পিক, ইউনাইটেড এয়ারওয়েজ, বিএসসিসিএল, স্কয়ার ফার্মা, জেনারেশন নেক্সট ও স্কয়ার টেক্সটাইল।

লেনদেন হয় মোট ১৪৯ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছে মোট ১৭৭ কোটি ২১ লাখ ৮ হাজার টাকা।


অন্যদিকে, দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক আগের দিনের চেয়ে ৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৮২৯৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪২টির, কমেছে ১৪৪টির আর অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ১৩ কোটি ৫৮ লাখ টাকা।


বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ১৩ কোটি ৫০ লাখ টাকা। সে হিসেবে রবিবার সিএসইতে লেনদেন বেড়েছে ৮ লাখ টাকা।


(ঢাকাটাইমস/১৩জুলাই/টিএ)