logo ২৫ মে ২০২৫
পতনেই শুরু
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৮ জুলাই, ২০১৪ ১১:৫০:৩০
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার মূল্যসূচকে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ২০ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৭ পয়েন্ট কমে ৪ হাজার ৩৬৯ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৩ পয়েন্ট কমে এক হাজার ৬০০ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট কমে ৯৯০ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৫০টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির দাম। এ সময়ে লেনদেন হয় মোট ৫০ কোটি ০৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- ফার কেমিক্যাল, লাফার্জ সুরমা, গ্রামীণফোন, বেক্সিমকো, অ্যাপোলো ইস্পাত, এসিআই, বিএসসিসিএল, ইউনাইটেড এয়ারওয়েজ, মেঘনা পেট্রোলিয়াম ও স্কয়ার ফার্মা।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ২১ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ২০ পয়েন্ট কমে ৮ হাজার ৩২৪ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৫৮ পয়েন্ট কমে ১১ হাজার ৯৩ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৮৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২০টির, কমেছে ৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির দাম।


এ সময়ে লেনদেন হয় মোট ৭ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/৮জুলাই/জেএস)