logo ২৫ মে ২০২৫
শুরুতে বাড়ছে সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৩ জুলাই, ২০১৪ ১১:৪২:৪১
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেনের শুরুতে মূল্যসূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৮৩ পয়েন্টে অবস্থান করে।


এছাড়া ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৩৯ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৩ পয়েন্ট বেড়ে এক হাজার ১২ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৭টির, কমেছে ৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দাম।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- বেক্সিমকো, অ্যাপোলো ইস্পাত, আলহাজ টেক্সটাইল, ইউনাইটেড এয়ারওয়েজ, গ্রামীণফোন, বিএসসি, প্রিমিয়ার ব্যাংক, লাফার্জ সুরমা, ন্যাশনাল ব্যাংক ও বিডি থাই।


এ সময়ে লেনদেন হয়েছে মোট ৩১ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


অন্যদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ০১ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ২৯ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫৩৪ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ২১ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৪৩৫ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৭০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫০টির, কমেছে ১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫টির দাম। এ সময়ে লেনদেন হয় মোট ২ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/৩জুলাই/জেএস)