logo ২৫ মে ২০২৫
মিশ্র প্রবণতায় লেনদেন শুরু
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০২ জুলাই, ২০১৪ ১১:৪৪:২৭
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার সূচকের ওঠানামায় লেনদেন শুরু হয়েছে।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৮৭ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৪৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক সামান্য কমে এক হাজার ১৮ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৩টির, কমেছে ৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দাম।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- পদ্মা অয়েল, বেক্সিমকো, স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা, মেঘনা পেট্রোলিয়াম, প্রিমিয়ার ব্যাংক, ইউনাইটেড এয়ারওয়েজ, আলহাজ টেক্সটইল, জেএমআই সিরিঞ্জ ও গ্রামীণফোন।


এ সময়ে লেনদেন হয়েছে মোট ৩০ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


অন্যদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় সিএসইর সিএসসিএক্স সূচক ৭ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫১৪ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১৭ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৪২৭ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৬৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৫টির, কমেছে ৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ৮টির দাম।


লেনদেন হয় মোট ২ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/২জুলাই/জেএস)