logo ২৫ মে ২০২৫
বেড়েছে সূচক এবং লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৫ জুন, ২০১৪ ১৫:৩২:২৭
image

ঢাকা: একটানা তৃতীয় দিনের মতো ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে দেশের উভয় পুঁজিবাজার। মূল্য সূচক বাড়ার পাশাপাশি আগের দিনের চেয়ে টাকার অংকে লেনদেনেও বেড়েছে।


দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৪০৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০০টির, কমেছে ৭৩টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৩৩৭ কোটি ৭২ লাখ ৮৪ হাজার টাকা।


বুধবার সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে লাফার্জ সুরমা সিমেন্টের। এদিন এ কোম্পানির ৩০ লাখ ৭৯ হাজার ৫০০ শেয়ার ২৫ কোটি ৪৪ লাখ ৫২ হাজার টাকায় লেনদেন হয়েছে।


দিনশেষে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৪০১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩২টির, কমেছে ৫২টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ২৫ কোটি ৯১ লাখ টাকা।


(ঢাকাটাইমস/২৫জুন/জেএস)