মিশ্র প্রবণতায় লেনদেনে ধীর গতি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৯ জুন, ২০১৪ ১১:৪৩:৩৫

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেনের শুরুতে মূল্যসূচকে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৪৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক সামান্য বেড়ে ১ হাজার ৬০৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট কমে ৯৯৮ পয়েন্টে স্থির হয়।
এ সময়ে ডিএসইতে লেনদেন হয় মোট ২৬ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০১টির, কমেছে ৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির দাম।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- লাফার্জ সুরমা, ইউনাইটেড এয়ারওয়েজ, এসিআই লিমিটেড, বেক্সিমকো, ইউসিবিএল, বিএসআরএম স্টিল, বিএসসিসিএল, মিথুন নিটিং, গ্রামীণফোন ও লঙ্কাবাংলা ফিন্যান্স।
অন্যদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ০১ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ১৪ পয়েন্ট বেড়ে ৮ হাজার ২৮৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে ১০ হাজার ১১ হাজার ০৯ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৫৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩১টির, কমেছে ১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৮টির দাম।
এ সময়ে লেনদেন হয় মোট ১ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/১৯জুন/জেএস)