logo ২৬ মে ২০২৫
কমেছে সূচক এবং লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৫ জুন, ২০১৪ ১৫:৫০:৩৩
image

ঢাকা : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার মূল্যসূচকের পাশাপাশি লেনদেনের পরিমাণও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪৭ পয়েন্ট কমে ৪ হাজার ৩৬১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১৯ পয়েন্ট কমে ১ হাজার ৬১৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১০ পয়েন্ট কমে ১ হাজার ০৭ পয়েন্টে স্থির হয়।


ডিএসইতে লেনদেন হয় মোট ৩১৪ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৪৭টির, কমেছে ২১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দাম।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- পেনিনসুলা, ডেল্টা লাইফ, বেক্সিমকো, গ্রামীণফোন, বিএসআরএম স্টিল, লাফার্জ সুরমা, ওয়াটা কেমিক্যাল, মিথুন নিটিং, অ্যাপোলো ইস্পাত ও ইউনিক হোটেল।


অন্যদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, রবিবার সিএসইর সিএসসিএক্স সূচক ৮৮ পয়েন্ট কমে ৮ হাজার ৩২১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১১০ পয়েন্ট কমে ১১ হাজার ১৬ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৬টির, কমেছে ১৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির দাম। লেনদেন হয় মোট ২৩ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/১৫জুলাই/জেএস)