শুরুতে বাড়ছে সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১১ জুন, ২০১৪ ১১:৪৪:৩৭

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার লেনদেনের শুরুতে মূল্যসূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বুধবার বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪২৪ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৩৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৭ পয়েন্টে স্থির হয়।
এ সময়ে ডিএসইতে লেনদেন হয় মোট ৬৩ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৩টির, কমেছে ২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দাম।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা, জেনারেশন নেক্সট, গ্রামীণফোন, অ্যাপোলো ইস্পাত, বিএসআরএম স্টিল, বেক্সিমকো লিমিটেড, কেয়া কসমেটিকস, এমারেল্ড অয়েল ও ইস্টার্ন হাউজিং।
অন্যদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় সিএসইর সিএসসিএক্স সূচক ৬৫ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪২৫ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১২১ পয়েন্ট বেড়ে ১১ হাজার ১১৬ পয়েন্টে দাঁড়ায়।
এ সময়ে স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫৩টির, কমেছে ২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬টির দাম।
লেনদেন হয় মোট ৩ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/১১জুন/জেএস)