logo ২৬ মে ২০২৫
মিশ্র প্রবণতায় লেনদেন চলছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ জুন, ২০১৪ ১১:৩৫:২২
image

ঢাকা : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার লেনদেনের শুরুতে মূল্যসূচকে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে।


অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট কমে ৪ হাজার ৪১৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৬২৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ১৪ পয়েন্টে স্থির হয়।


এ সময়ে ডিএসইতে লেনদেন হয় মোট ৭৭ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


আগের কার্যদিবস সোমবার ডিএসইতে লেনদেন হয়েছিল মোট ৪২০ কোটি ৫৮ লাখ টাকা।     


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৫টির, কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির দাম।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- লাফার্জ সুরমা, বিএসআরএম স্টিল, জিপিএইচ ইস্পাত, ইস্টার্ন হাউজিং, বিডি বিল্ডিং, এমজেএল বাংলাদেশ, সামিট পাওয়ার, ডেল্টা লাইফ, জেনারেশন নেক্সট ও গ্রামীণফোন।


অন্যদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ০৫ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ২ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৩৬৭ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৯৫১ পয়েন্টে দাঁড়ায়।


এ স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ৮৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩৭টির, কমেছে ৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির দাম।


লেনদেন হয় মোট ৫ কোটি ০৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/১০জুন/জেএস)