দিনেশেষে লেনদেন বাড়লেও কমেছে সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৪ জুন, ২০১৪ ১৫:২৯:১৪

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার আগের কার্যদিবসের চেয়ে লেনদেনের পরিমাণ বাড়লেও সূচক কমেছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৭ পয়েন্ট কমে ৪ হাজার ৪০১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক সামান্য কমে ১ হাজার ৬২৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ০৮ পয়েন্টে স্থির হয়।
বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে মোট ৪০৮ কোটি ৬০ লাখ ৯২ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৪টির, কমেছে ২০১টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির দাম।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- গ্রামীণফোন, লাফার্জ সুরমা, বিএসআরএম স্টিলস, ডেল্টা লাইফ, আলহাজ টেক্সটাইল, মিথুন নিটিং, ন্যাশনাল টিউবস, ফ্যামিলিটেক্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও জেনারেশন নেক্সট।
অন্যদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ৭০ পয়েন্ট কমে ৮ হাজার ৩৬৫ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৮৬ পয়েন্ট কমে ১১ হাজার ১৮ পয়েন্টে দাঁড়ায়।
এ স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ২২০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৭টির, কমেছে ১৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির দাম। লেনদেন হয় মোট ৬৯ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/৪জুন/জেএস)