logo ২৬ মে ২০২৫
আজও উর্ধ্বমুখী
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৩ জুন, ২০১৪ ১১:৫১:২৬
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবারও লেনদেনে মূল্যসূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা সোয়া ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৬৭ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৪৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৫ পয়েন্ট বেড়ে ১০১২ পয়েন্টে স্থির হয়।


বেলা সোয়া ১১টায় ডিএসইতে লেনদেন হয়েছে মোট ৮০ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৪টির, কমেছে ৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির দাম।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- আলহাজ টেক্সটাইল, ওয়াটা কেমিক্যাল, লাফার্জ সুরমা সিমেন্ট, বিএসআরএম স্টিল, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, গ্লোবাল হ্যাভি কেমিক্যাল, ডেল্টা লাইফ, মেঘনা পেট্রোলিয়াম ও আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড।


অন্যদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ২৫ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ৭ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪৯৪ পয়েন্টে পৌঁছে। এছাড়া সিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ১১ হাজার ২৫৯ পয়েন্টে দাঁড়ায়।


এ স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ১০৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৫টির, কমেছে ৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির দাম। লেনদেন হয় মোট ৪ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/৩জুন/জেএস)