logo ২৬ মে ২০২৫
উর্ধ্বমুখী সূচকে দিনের শুরু
নিজস্ব প্রতিনিধি, ঢাকাটাইমস
০৪ জুন, ২০১৪ ১১:২০:২৭
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার লেনদেনের শুরুতে মূল্যসূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৪০ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৩৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ০৯ পয়েন্টে স্থির হয়।


বেলা ১১টায় ডিএসইতে লেনদেন হয়েছে মোট ৩৭ কোটি ৭৩ লাখ ২৬ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৮টির, কমেছে ২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির দাম।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- গ্রামীণফোন, লাফার্জ সুরমা, বিএসআরএম স্টিলস, ডেল্টা লাইফ, আলহাজ টেক্সটাইল, মিথুন নিটিং, ন্যাশনাল টিউবস, ফ্যামিলিটেক্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও জেনারেশন নেক্সট।


অন্যদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় সিএসইর সিএসসিএক্স সূচক ২৫ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪৬১ পয়েন্টে ওঠে আসে। এছাড়া সিএসই-৩০ সূচক ৪৯ পয়েন্ট বেড়ে ১১ হাজার ১৫৪ পয়েন্টে দাঁড়ায়।


এ স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ৫৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩০টির, কমেছে ১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির দাম।


এ সময়ে লেনদেন হয় মোট ১ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/৪জুন/জেএস)