মূল্যসূচকের সঙ্গে কমেছে লেনদেনও
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৮ জুন, ২০১৪ ১৫:২৬:৫০

ঢাকা: ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশের পর দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার মূল্যসূচকের সঙ্গে লেনদেনের পরিমাণও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫০ পয়েন্ট কমে ৪ হাজার ৩৪৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ২২ পয়েন্ট কমে ১ হাজার ৬০০ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১০ পয়েন্ট কমে ৯৯৬ পয়েন্টে স্থির হয়।
ডিএসইতে লেনদেন হয় মোট ৪১৬ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৬টির, কমেছে ১৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দাম।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- লাফার্জ সুরমা, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স, বিএসআরএম স্টিলস, জেনারেশন নেক্সট, গ্রামীণফোন, এমজেএল বাংলাদেশ, স্কয়ার ফার্মা, ইস্টার্ন হাউজিং, ইউনিক হোটেল ও আফতাব অটোমোবাইলস।
অন্যদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, রবিবার সিএসইর সিএসসিএক্স সূচক ৬৩ পয়েন্ট কমে ৮ হাজার ২৭০ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১২৭ পয়েন্ট কমে ১০ হাজার ৮৩৫ পয়েন্টে দাঁড়ায়।
এ স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ২১২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫১টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দাম। লেনদেন হয় মোট ২৪ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/৮জুন/জেএস)