ডিএসইতে বাড়লেও, সিএসইতে কমেছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৫ জুন, ২০১৪ ১৫:৩২:৫০

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ বাড়লেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট কমে ৪ হাজার ৩৯৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ৬২২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক সামান্য কমে ১ হাজার ০৭ পয়েন্টে স্থির হয়।
ডিএসইতে লেনদেন হয়েছে মোট ৪১৯ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৭টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির দাম। এভাবেই সূচকের ওঠানামায় দিনের লেনদেন শেষ হয়।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- লাফার্জ সুরমা, বিএসআরএম স্টিলস, ওয়াটা কেমিক্যাল, গ্রামীণফোন, ইস্টার্ন হাউজিং, এমজেএল বাংলাদেশ, মিথুন নিটিং, ন্যাশনাল টিউবস, ডেল্টা লাইফ ও এসিআই লিমিটেড।
অন্যদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সিএসইর সিএসসিএক্স সূচক ২৯ পয়েন্ট কমে ৮ হাজার ৩৩৪ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৪৭ পয়েন্ট কমে ১০ হাজার ৯৬৩ পয়েন্টে দাঁড়ায়।
এ স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ২১৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৮১টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির দাম।
লেনদেন হয় মোট ৩০ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/৫জুন/জেএস)