বাজেটে পুঁজিবাজারের জন্য সুখবর
অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
০৫ জুন, ২০১৪ ২১:১৩:২৮
ঢাকা: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারের জন্য কিছু সুখবর রয়েছে। পুঁজিবাজারকে স্থিতিশীল রাখতে দেশের দুই স্টক এক্সচেঞ্জকে পাঁচ বছরের জন্য কর অব্যাহতি দেওয়া হয়েছে বাজেটে।
বিনিয়োগকারীদের করমুক্ত লভ্যাংশের আয় সীমা ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার কোটি টাকার প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৪-২০১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
পুঁজিবাজারের জন্য নেয়া বিভিন্ন সংস্কার কাজের উল্লেখ করে বাজেট বক্তৃতায় তিনি বলেন, “আমাদের বিভিন্ন পদক্ষেপের ফলে গত ২০১৩ সালের শুরু থেকে ডিএসই‘র মূল্যসূচক এবং বাজার মূলধন মোটামুটি স্থিতিশীল অবস্থায় আছে।”
“পুঁজিবাজারের স্থিতিশীলতা বজায় রাখাসহ এর সম্প্রসারণ ও উত্তরোত্তর শক্তিশালীকরণের লক্ষ্যে ডিমিউচুয়ালাইজড স্টক এক্সচেঞ্জসমূকে ক্রমহ্রাসমান হারে ৫ বছরের জন্য কর অব্যাহতি সুবিধা প্রদান করার প্রস্তাব করছি।”
ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকেও এর আগে কর অব্যাহতির দাবি জানানো হয়।
(ঢাকাটাইমস/ ০৫ জুন/ এআর/ ঘ.)