logo ২৬ মে ২০২৫
পতনেই শুরু
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৮ জুন, ২০১৪ ১১:৪৮:৪৯
image

ঢাকা: ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশের পর দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার লেনদেনের শুরুতে মূল্যসূচকে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫৪ পয়েন্ট কমে ৪ হাজার ৩৪২ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ২৫ পয়েন্ট কমে ১ হাজার ৫৯৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৫ পয়েন্ট কমে ৯৯২ পয়েন্টে স্থির হয়।


এ সময়ে ডিএসইতে লেনদেন হয় মোট ৬৪ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৮টির, কমেছে ১২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দাম।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- লাফার্জ সুরমা, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স, বিএসআরএম স্টিলস, জেনারেশন নেক্সট, গ্রামীণফোন, এমজেএল বাংলাদেশ, স্কয়ার ফার্মা, ইস্টার্ন হাউজিং, ইউনিক হোটেল ও আফতাব অটোমোবাইলস।


অন্যদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ০১ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ৫৩ পয়েন্ট কমে ৮ হাজার ২৮০ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৯০ পয়েন্ট কমে ১০ হাজার ৮৭২ পয়েন্টে দাঁড়ায়।


এ স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ৭১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৪টির, কমেছে ৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫টির দাম। লেনদেন হয় মোট ৩ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/৮জুন/জেএস)