ইতিবাচক ধারায় উভয় পুঁজিবাজার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৯ জুন, ২০১৪ ১১:৩৪:৩২

ঢাকা: দেশের দুই প্রদান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার লেনদেনের শুরুতে মূল্যসূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশের পর রবিবার দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচক ও লেনদেন উভয়ই কমেছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৮২ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬১৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭ পয়েন্টে স্থির হয়।
এ সময়ে ডিএসইতে লেনদেন হয় মোট ৫৩ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
আগের কার্যদিবস রোববার ডিএসইতে লেনদেন হয়েছিল মোট ৪১৬ কোটি ১১ লাখ টাকা।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৬টির, কমেছে ১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির দাম।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- বিএসআরএম স্টিল, লাফার্জ সুরমা, এমজেএল বাংলাদেশ, ইউনিক হোটেল, জিপিএইচ ইস্পাত, গ্রামীণফোন, ইস্টার্ন হাউজিং, জেনারেশন নেক্সট, মিথুন নিটিং ও আলহাজ টেক্সটাইল।
অন্যদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ০১ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ৩১ পয়েন্ট বেড়ে ৮ হাজার ২৯৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৩৬ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৮৬৫ পয়েন্টে দাঁড়ায়।
এ স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ৭১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৯টির, কমেছে ১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৮টির দাম।
লেনদেন হয় মোট ৩ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল মোট ২৪ কোটি ৪৮ লাখ টাকা।
(ঢাকাটাইমস/ ০৯ জুন/ এআর/ ঘ.)