বেড়েছে সূচক কমেছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১১ জুন, ২০১৪ ১৫:৩৫:০৫

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার মূল্যসূচক বাড়লেও লেনদেনের পরিমাণ কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বুধবার ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪১১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৩৯ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬ পয়েন্টে স্থির হয়।
এদিন ডিএসইতে লেনদেন হয় মোট ৪৩৭ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫১টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির দাম।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা, জেনারেশন নেক্সট, গ্রামীণফোন, অ্যাপোলো ইস্পাত, বিএসআরএম স্টিল, বেক্সিমকো লিমিটেড, কেয়া কসমেটিকস, এমারেল্ড অয়েল ও ইস্টার্ন হাউজিং।
অন্যদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ৪৯ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪১০ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১০১ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৯৬ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২০৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৯৮টির, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দাম।
লেনদেন হয় মোট ২৭ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/১১জুন/জেএস)