logo ২৬ মে ২০২৫
কমেছে ডিএসইতে বেড়েছে সিএসইতে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১২ জুন, ২০১৪ ১৫:২২:১৭
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার মূল্যসূচক ও লেনদেন উভয়ই কমেছে। তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট কমে ৪ হাজার ৪০৮ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৬৩৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮ পয়েন্টে স্থির হয়।


এদিন ডিএসইতে লেনদেন হয় মোট ৩৬৮ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা আগের দিনের চেয়ে ৬৯ কোটি ৪০ লাখ ১৭ হাজার টাকা কম।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৩টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দাম।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- গ্রামীণফোন, লাফার্জ সুরমা, বিএসসিসিএল, মিথুন নিটিং, স্কয়ার ফার্মা, এমজেএল বাংলাদেশ, বিএসআরএম স্টিল, আলহাজ টেক্সটাইল, ইস্টার্ন হাউজিং ও বরকতুল্লাহ ইলেক্ট্রো ডায়নামিকস।


অন্যদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ৯ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪২১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৪৫ পয়েন্ট বেড়ে ১১ হাজার ১৪৫ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২১৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৮৭টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দাম। লেনদেন হয় মোট ২৯ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/১২জুন/জেএস)