logo ২৬ মে ২০২৫
লেনদেন আজও স্থবিরতা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ জুন, ২০১৪ ১৫:৪৩:৫৮
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার মূল্যসূচক সামান্য কমলেও লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে পাঁচ কোটি টাকা বেড়েছে। তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনের পরিমাণ কমেছে।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট কমে ৪ হাজার ৩৫৮ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক সামান্য কমে ১ হাজার ৬১৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ০৯ পয়েন্টে স্থির হয়।


ডিএসইতে লেনদেন হয় মোট ৩১৯ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৩টির, কমেছে ২০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দাম।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- বিএসআরএম স্টিল, গ্রামীণফোন, লাফার্জ সুরমা, স্কয়ার ফার্মা, মিথুন নিটিং, পেনিনসুলা, আলহাজ টেক্সটাইল, হাইডেলবার্গ সিমেন্ট, জিপিএইচ ইস্পাত ও বেক্সিমকো লিমিটেড।


অন্যদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, সোমবার সিএসইর সিএসসিএক্স সূচক ২৪ পয়েন্ট কমে ৮ হাজার ২৮৫ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৪৩ পয়েন্ট বেড়ে ১১ হাজার ২৬ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২০৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩৫টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির দাম।


লেনদেন হয় মোট ২২ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/১৬জুন/জেএস)