logo ২৬ মে ২০২৫
শুরুতে বাড়ছে সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ জুন, ২০১৪ ১১:৩৫:৫১
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার লেনদেনের শুরুতে মূল্যসূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৯৪ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৩১ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮ পয়েন্টে স্থির হয়।


এ সময়ে ডিএসইতে লেনদেন হয় মোট ৩৭ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯৮টির, কমেছে ৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির দাম।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- বিএসআরএম স্টিল, গ্রামীণফোন, লাফার্জ সুরমা, স্কয়ার ফার্মা, মিথুন নিটিং, পেনিনসুলা, আলহাজ টেক্সটাইল, হাইডেলবার্গ সিমেন্ট, জিপিএইচ ইস্পাত ও বেক্সিমকো লিমিটেড।


অন্যদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ৩ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ২৮ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৩৩৮ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৫৪ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৩৮ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৫৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩১টির, কমেছে ১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৭টির দাম।


লেনদেন হয় মোট ২ কোটি ০৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/১৬জুন/জেএস)