শেষ দিনেও কমলো সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৯ জুন, ২০১৪ ১৫:৫৮:৩৭

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার মূল্যসূচক কমলেও আগের দিনের চেয়ে লেনদেনের পরিমাণ বেড়েছে।
তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন উভয়ই কমেছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১২ পয়েন্ট কমে ৪ হাজার ৩২৮ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট কমে হাজার ৬০৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৬ পয়েন্ট কমে ৯৯২ পয়েন্টে স্থির হয়।
ডিএসইতে লেনদেন হয় মোট ২৬৬ কোটি ১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৮টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির দাম।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- লাফার্জ সুরমা, ইউনাইটেড এয়ারওয়েজ, এসিআই লিমিটেড, বেক্সিমকো, ইউসিবিএল, বিএসআরএম স্টিল, বিএসসিসিএল, মিথুন নিটিং, গ্রামীণফোন ও লঙ্কাবাংলা ফিন্যান্স।
অন্যদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সিএসইর সিএসসিএক্স সূচক ৯ পয়েন্ট কমে ৮ হাজার ২৬৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৩৩ পয়েন্ট কমে ১০ হাজার ৯৬৫ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৮৭টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দাম।
এ স্টক এক্সচেঞ্জে লেনদেন হয় মোট ২০ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/১৯জুন/জেএস)